আসানসোল:
আসানসোলের ঐতিহ্যবাহী ও বিখ্যাত ট্রাফিক কলোনি কালীপূজা এবছর পদার্পণ করল ৭১তম বছরে। প্রতি বছরের মতো এবারও আড়ম্বর ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো হয়েছে এই পূজা, যার থিম “বন কালী”।
প্যান্ডেলটি পুরোপুরি সাজানো হয়েছে সবুজ পরিবেশ ও প্রকৃতির আবহে—যেখানে দেবী কালীকে দেখা যাচ্ছে ‘বনের দেবী’ রূপে। গাছপালা, ঝরনা, বাঁশ ও কাঠের কাঠামোয় সাজানো এই প্যান্ডেল যেন প্রকৃতির কোলে এক দেবীয় মন্দির।
এই পূজার সবচেয়ে বিশেষ দিক হল, এখানে স্থাপিত কলসের জল আনা হয়েছে তারাপীঠ থেকে, এবং পূজা শেষে মা কালীর বিসর্জনও সম্পন্ন হয় তারাপীঠেই। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ আচার পূজায় দেবীর আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি করে।
প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমিয়েছেন এই অনন্য “বন কালী পূজা” দেখতে। পুরো ট্রাফিক কলোনি এখন আলো, ঢাকের তালে আর মন্ত্রোচ্চারণে মুখরিত।
আয়োজক কমিটির সদস্য দেবনারায়ণ ঘোষ জানিয়েছেন, “আমরা প্রতি বছর নতুন থিম নিয়ে ভাবি। এবারের ‘বন কালী’ থিমের মাধ্যমে প্রকৃতি ও দেবীর সংযোগকে সামনে আনতে চেয়েছি। মা কালী প্রকৃতির রক্ষক, তাই আমরা পরিবেশ রক্ষার বার্তাও দিতে চাই।”
প্যান্ডেল এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিশেষ নজরদারি চলছে। পূজার দিনগুলিতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও ভক্তদের জন্য বিশেষ ভোগেরও আয়োজন থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।












