আসানসোল।
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গ্লাস ফ্যাক্টরি পেট্রোল পাম্পের সামনে আজ সকালে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। কালিপাহাড়ি দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ক্রেটা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনায় চালক মৃদু আঘাত পেলেও বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান।
দুর্ঘটনার মুহূর্তে এলাকাবাসী ছুটে এসে গাড়িটিকে উল্টে থাকতে দেখে হতবাক হয়ে যান। স্থানীয়দের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। রাস্তার ধারে থাকা নালিতে পড়তেই গাড়িটি ধপাস করে একবারে উলটে যায়।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণ গাড়ি রাস্তার মাঝে উলটে থাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। তবে পুলিশি হস্তক্ষেপে কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় প্রতিদিনই বেপরোয়া গতির গাড়ির সংখ্যা বেড়ে চলেছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার ও নজরদারি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
পুলিশ গাড়িটি থানায় নিয়ে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে বড় কোনও অঘটন না ঘটায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।












