আসানসোল। দুর্গাপূজা ও ধনতেরসের ঠিক আগে আসানসোল রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রী চলাচলের উপর কড়া নজর রাখতে আরপিএফ (RPF) বিশেষ চেকিং অভিযান শুরু করেছে। এরই মধ্যে বড়সড় সাফল্য পেয়েছে আরপিএফ।
কীভাবে ধরা পড়ল পাচারকারী
১৯ সেপ্টেম্বর আসানসোল ওয়েস্ট পোস্টের আরপিএফ টিম প্ল্যাটফর্ম নম্বর ১ ও ২-এ টহল দিচ্ছিল। সেই সময় ঝাড়খণ্ডের গোমো (রাণী বাজার)-এর বাসিন্দা ৫৬ বছরের মনোজ কুমার গুপ্তকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তল্লাশির সময় তার ব্যাগ থেকে ২.৮ কেজি রূপো উদ্ধার হয়। বাজারমূল্য ৩ লক্ষ টাকারও বেশি বলে জানা গিয়েছে।
জিআরপির হাতে হস্তান্তর, কোর্টের নির্দেশে জেল
আরপিএফ ধৃতকে তৎক্ষণাৎ জিআরপির হাতে তুলে দেয়। পরে আদালতে পেশ করলে বিচারক ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের অনুমান, রূপো পাচারের একটি বড় চক্র এই স্টেশনকে ব্যবহার করছে।
পুজোর আগে নজরদারি আরও কড়া
রেলপুলিশ জানিয়েছে, উৎসবের মরশুমে স্টেশন প্রাঙ্গণে সিসিটিভি নজরদারি, চেকিং ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হবে। যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে যাতে তারা সন্দেহজনক কিছু দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানান।
বাজারে আলোড়ন ও ব্যবসায়ীদের সতর্কতা
উৎসবের আগে রূপো পাচারের ঘটনা স্থানীয় সোনার-রূপোর বাজারে আলোড়ন তুলেছে। ব্যবসায়ীরা এখন ডেলিভারি ও পরিবহণে বাড়তি সতর্কতা নিচ্ছেন।











