‘অপারেশন সতর্ক’ : আসানসোল স্টেশনে নিরাপত্তা জোরদার—হুইস্কিতে ভরা ব্যাগ উদ্ধার, তদন্ত শুরু

single balaji

আসানসোল, ২১ নভেম্বর ২০২৫:
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূর্ব রেলের আসানসোল ডিভিশন ‘অপারেশন সতর্ক’-এর অধীনে স্টেশন ও সংলগ্ন এলাকায় চলছে বিশেষ নিরাপত্তা তল্লাশি। এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার আসানসোল আরপিএফ পোস্ট ও জিআরপিএস আসানসোলের যৌথ টিম স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে চালায় কঠোর অ্যান্টি-স্যাবোটাজ চেক।

এই তল্লাশির মাঝেই প্ল্যাটফর্ম নম্বর ৪-এ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয় একটি লাওয়ারিশ ট্রলি ব্যাগ। ব্যাগটির মালিকানা জানতে চারদিকে খোঁজ করা হলেও কেউই সামনে আসেনি।

ব্যাগটি পরীক্ষা করতেই চমকে ওঠেন নিরাপত্তাকর্মীরা—এর ভিতর থেকে পাওয়া যায় ব্লেন্ডার্স প্রাইড হুইস্কির ১৭ বোতল (প্রতিটি ৭৫০ মি.লি.)। যেকোনো ধরনের বেআইনি ব্যবহার ও পাচার রুখতে ওই বোতলগুলি সঙ্গে সঙ্গেই বাজেয়াপ্ত করা হয়।

নির্ধারিত নিয়ম মেনে, দুপুর ১২:৫৫ থেকে ১:০৫ মিনিট-এর মধ্যে জিআরপিএস আসানসোল আনুষ্ঠানিকভাবে মদগুলি জব্দ করে।

স্টেশনে বাড়তি নজরদারি, সম্ভাব্য বিপদ এড়াল আরপিএফ

এ ধরনের লাওয়ারিশ ব্যাগকে আজকাল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। নিরাপত্তা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে উৎসবের ভিড়, বেআইনি মাদক পরিবহন ও পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে বিশেষ নজরদারি চলছে।

আরপিএফের এক আধিকারিক জানান—
“যাত্রীদের নিরাপত্তায় কোনও রকম আপস করা হবে না। এই তৎপরতা আমাদের দায়িত্ববোধ ও সতর্কতারই প্রতিফলন।”

CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং ব্যাগ কারা রেখে গেল তা খুঁজে বের করার চেষ্টা চলছে। নিরাপত্তা সূত্রে ইঙ্গিত—এটি বৃহত্তর মাদক বা মদ পাচার চক্রের সঙ্গে যুক্ত হতে পারে।

যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টেশনে কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা ব্যাগ দেখলে তাৎক্ষণিকভাবে আরপিএফ/জিআরপি-কে জানানোর আবেদন করা হচ্ছে।
“একটি ছোট্ট সতর্কতা বড় বিপদ ঠেকাতে পারে”—এ কথা মনে রাখার অনুরোধ করা হয়েছে যাত্রীদের।

অভিযানটি আবারও প্রমাণ করলো—আসানসোল স্টেশনকে নিরাপদ রাখতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।

ghanty

Leave a comment