আসানসোল: ছটপূজার মহা উৎসবকে ঘিরে আসানসোল রেল বিভাগে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি। “সেবা, সুরক্ষা ও সংকল্প — সেফটি অ্যান্ড কমিটমেন্ট” অভিযানের অংশ হিসেবে আসানসোল ডিভিশনের DRM বিনীতা শ্রীবাস্তব এক প্রেস কনফারেন্সে যাত্রীদের জন্য নেওয়া নানা উদ্যোগের কথা জানিয়েছেন।
তিনি জানান, ছটপূজার সময়ে ভিড় সামলাতে ও যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আসানসোল রেলওয়ে বিভাগ থেকে মোট ৪২টি স্পেশাল ট্রেন চালানো হবে। যাতে কেউ অসুবিধার মুখে না পড়েন, সেজন্য প্রতিটি স্টেশনে বাড়তি নজরদারি ও কর্মী মোতায়েন করা হয়েছে।
রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্টেশন চত্বরে যাত্রীদের বসা ও বিশ্রামের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। একই সঙ্গে, ভিড়ের সময় বিশৃঙ্খলা এড়াতে যাত্রীদের লাইন মেনে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।
DRM বিনীতা শ্রীবাস্তব যাত্রীদের উদ্দেশে বলেন, “ছটপূজার সময় রেলওয়ের সব নিয়ম ও নির্দেশ মেনে চলুন। কোনও অসুবিধা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে রেল স্টাফ বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।”
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে ছটপূজার ভিড়ে সবচেয়ে বেশি যাত্রী যাচ্ছেন পাটনা, গয়া, ভাগলপুর, আরা ও বক্সার-এর দিকে। এজন্য ট্রেনগুলির সময়সূচি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ২৪ ঘণ্টা মনিটরিং টিম কাজ করছে।
রেল প্রশাসনের বক্তব্য—
“ছট উৎসবে যাত্রীদের নিরাপত্তা, সুবিধা ও নির্বিঘ্ন যাত্রা আমাদের প্রথম অগ্রাধিকার।”












