নিজস্ব সংবাদদাতা : আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে এসইউসিআই-এর ডাকা বাংলা বনধে আসানসোল শিল্পাঞ্চলে তেমন কোনো বড় প্রভাব পড়েনি। তবে কিছু স্থানে এসইউসিআই সমর্থকদের প্রতিবাদ করতে দেখা গেছে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই বনধকে সমর্থন করেছিলেন। রাজ্যের সমস্ত জেলায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের অংশ হিসেবে বিকেলে বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান।
আসানসোল বি এন আর মোড়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী এবং জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে রাস্তা অবরোধ করা হয়। নিযামতপুর, সাঁকতোড়িয়া, দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
এরই মধ্যে বি এন আর মোড়ে যানজটের পরিস্থিতি তৈরি হয়। কৌশিক কুন্ডুর নেতৃত্বে দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্নায় বসা বিজেপি কর্মীদের জোর করে সরিয়ে দেয়। এখানে, পুলিশ এবং বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী এবং তার সমর্থকদের মধ্যে সামান্য সংঘর্ষ হয়।