আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে সোমবার এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল আসানসোলের বর্ধমান ভবন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট আয়োজিত বিশেষ কর্মসূচি “ফিরে পাওয়া”–তে প্রায় ৬০টি চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে আসানসোল-সহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুরি বা নিখোঁজ মোবাইল উদ্ধার করা হয়। তদন্ত শেষ হতেই সেগুলি আজ মালিকদের হাতে পৌঁছে দেওয়া হয়। ফোন হাতে পেয়ে কারও চোখে জল, কারও মুখে প্রশস্ত হাসি—আনন্দে ভরে ওঠে বর্ধমান ভবনের প্রাঙ্গণ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ সি পি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার ওসি কৌশিক কুণ্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা জানান—“এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে, যাতে মানুষের মধ্যে পুলিশের উপর আস্থা আরও দৃঢ় হয়।”
এদিনের কর্মসূচি প্রমাণ করল—পুলিশ শুধু অপরাধ দমন নয়, মানুষের হারানো জিনিস ফেরাতেও সমান মনোযোগী।











