[metaslider id="6053"]

রাস্তা কাঁপানো আওয়াজে কড়া কষাঘাত! পুলিশের বিশেষ অভিযান শুরু

আসানসোল: ‘পটকা’ ফাটার মতো আওয়াজ করা বাইকের সাইলেন্সার লাগিয়ে রাস্তায় হইচই করা যুবকদের দিন শেষ! বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ডিএম মোড়ে বিশেষ তল্লাশি অভিযান চালায়। এই সময় অবৈধ সাইলেন্সার লাগানো একাধিক বাইক জব্দ করা হয়েছে এবং বহু বাইক চালকের বিরুদ্ধে মোটা জরিমানা ধার্য করা হয়েছে।

কেন এমন ব্যবস্থা?

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের মডিফাইড সাইলেন্সার অবৈধ এবং তা থেকে বেড়ে যাচ্ছে শব্দদূষণ ও বায়ুদূষণ। শুধু তাই নয়, এই তীব্র আওয়াজে রাস্তার অন্যান্য গাড়িচালক ও পথচারীদের মারাত্মক অসুবিধা হয়।

পুলিশের হুঁশিয়ারি: অভিযান চলবেই!

পুলিশের দাবি, “শান্তি ভঙ্গ করা এসব অবৈধ সাইলেন্সার কোনওভাবেই মেনে নেওয়া হবে না। অভিযান চলতে থাকবে যতদিন না পুরোপুরি বন্ধ হয়।”

তরুণদের মধ্যে তোলপাড়

অভিযান শুরুর পর থেকেই যুবকদের মধ্যে হইচই পড়েছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মিম ও সতর্কবার্তা শেয়ার করছে। পুলিশ সূত্রে খবর, এবার গ্যারেজ ও বাইক মডিফিকেশন দোকানগুলির উপরেও নজরদারি বাড়ানো হবে।

এই অভিযানে আরও কি হবে?

✔ সাইলেন্সার খুলে ফেলার জন্য ওয়ার্কশপ চেকিং
₹১০,০০০ পর্যন্ত জরিমানা এবং বাইক জব্দ
✔ স্কুল ও কলেজে সচেতনতা কর্মসূচি

ghanty

Leave a comment