আসানসোলে শুরু হলো ২১তম যাদব রায় ও অতসী দত্ত স্মৃতি শারীর শিক্ষণ শিবির, অংশ নিচ্ছে ৬০০ পড়ুয়া

single balaji

আসানসোল: খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আসানসোলের এসবি গড়াই রোডে, আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রামসায়ের মাঠে শুক্রবার থেকে শুরু হলো ২১তম যাদব রায় ও অতসী দত্ত স্মৃতি শারীর শিক্ষণ শিবির (ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং ক্যাম্প)। এই প্রশিক্ষণ শিবিরের আয়োজক আসানসোল গ্রাম সব পেয়েছির আসর

এদিন সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা এই শিবিরের চেয়ারম্যান গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সব পেয়েছির আসরের প্রধান কেন্দ্রের সচিব জয়দেব বারুই, আসানসোল গ্রাম সব পেয়েছির আসরের সভাপতি শচীন রায়, ক্যাম্পের সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. নিখিল চন্দ্র দাস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

তিন দিনের প্রশিক্ষণ, ২৫টি স্কুলের ৬০০ পড়ুয়া

আয়োজকদের পক্ষ থেকে মাধব রায় জানান, গত ২০ বছর ধরে আসানসোল গ্রাম সব পেয়েছির আসর নিয়মিত এই ধরনের শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তিন দিনের এই শিবির চলবে ১১ জানুয়ারি পর্যন্ত

চলতি বছরের শিবিরে আসানসোল ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি স্কুলের প্রায় ৬০০ জন পড়ুয়া অংশগ্রহণ করছে। শিবিরে বিভিন্ন ধরনের শরীরচর্চা, দৌড়, ব্যায়াম, শৃঙ্খলা ও দলগত খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশিষ্ট ক্রীড়াবিদের সম্মাননা

এই শিবিরে বিশিষ্ট খেলোয়াড় ও ক্যাম্পের সম্পাদক গোবিন্দ মুকিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, তাঁর মতো অভিজ্ঞ ক্রীড়াবিদদের উপস্থিতি পড়ুয়াদের অনুপ্রাণিত করে এবং খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

অভিভাবকদের প্রতি আবেদন

মাধব রায় অভিভাবকদের উদ্দেশে বলেন, “শুধু পড়াশোনা নয়, সুস্থ শরীর ও শৃঙ্খলাবদ্ধ জীবনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত তাঁদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা।”

এই শিবিরকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন ক্রীড়া মহল।

ghanty

Leave a comment