আসানসোলের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (PHE) বিভাগের ক্যাজুয়াল শ্রমিকরা বেতন না পাওয়ার কারণে বিভাগীয় দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের অভিযোগ, সময়মতো বেতন না পাওয়ায় তাদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়েছে।
ক্যাজুয়াল শ্রমিক ভানু রুইদাস অভিযোগ করে বলেন, “আমরা যখন ঠিকাদারের কাছে বেতনের দাবি জানাই, তখন সবসময় একটাই উত্তর পাই – ‘আমরা টাকা পেলেই তোমাদের বেতন দিতে পারবো’।” এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।

চরম আর্থিক সংকটে শ্রমিক পরিবার, রেশন বন্ধ!
বিক্ষোভরত শ্রমিকরা জানান, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে রেশন দোকানদাররাও আর বাকিতে চাল-ডাল দিচ্ছেন না। যার ফলে শ্রমিকদের পরিবার অনাহারের মুখে পড়েছে। শ্রমিকদের হুঁশিয়ারি, যদি দ্রুত বেতন পরিশোধ না করা হয়, তাহলে তারা পরিবার-পরিজন নিয়ে দফতরের সামনে আরও বড় আন্দোলনে নামবে।

জলসংকটের আশঙ্কা, প্রশাসন কি নীরব?
PHE বিভাগের সহকারী প্রকৌশলী সন্দীপ কুমার কুন্ডু বলেন, শ্রমিকদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি এই আন্দোলন চলতেই থাকে, তাহলে আসানসোল শিল্পাঞ্চলে জল সরবরাহে বড়সড় সংকট তৈরি হতে পারে।”

শ্রমিকরা দাবি করেছেন, তাদের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দিতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রশাসন কি এবারও নীরব থাকবে, নাকি শ্রমিকদের দুর্দশার সুরাহা করবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে আসানসোলবাসী।