মাসের পর মাস বকেয়া! আসানসোল PHE দফতরে ঠিকাকর্মীদের তীব্র বিক্ষোভ

single balaji

আসানসোল।
মাসের পর মাস ধরে বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় ঠিকাকর্মীদের ক্ষোভ বুধবার ফেটে পড়ল আসানসোল PHE দফতরে। অল বেঙ্গল PHE কনট্র্যাক্টস এমপ্লয়ি ইউনিয়নের পক্ষ থেকে বंधনা রায়ের নেতৃত্বে কর্মীরা দফতর চত্বরে বিক্ষোভ ও ধর্নায় সামিল হন।

ইউনিয়নের অভিযোগ—বিগত কয়েক মাস ধরে ঠিকাদার ও ঠিকাকর্মীদের বৈধ পাওনা আটকে রেখেছে দফতর, যার ফলে বহু পরিবার চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। বেশ কিছু কর্মী জানিয়েছেন, সংসার খরচ, বাজারদর, চিকিৎসা ও সন্তানের পড়াশোনা—সব কিছু সামলানো এখন তাদের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে।

প্রতিবাদী কর্মীরা দফতরের মূল গেটের সামনে “বকেয়া চাই, ন্যায় চাই!” এবং “অবিলম্বে টাকা পরিশোধ করো!” স্লোগানে এলাকা কাঁপিয়ে তোলেন।

ইউনিয়ন নেতৃত্ব জানান, একাধিকবার লিখিত অভিযোগ, ডেপুটেশন ও ফোন কলের পরেও কোনও সমাধান করা হয়নি, ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

সূত্রের দাবি, দফতরের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও বিল ফাইল অনুমোদনে দেরির জেরেই বকেয়া আটকে রয়েছে। কিন্তু কর্মীদের প্রশ্ন—
“সরকারি দফতরের দেরির বোঝা বয়ে বেড়াবে শ্রমিকরা কেন?”

ধর্নাস্থলে উপস্থিত ইউনিয়ন নেত্রী বন্ধনা রায় স্পষ্ট হুঁশিয়ারি দেন—
“আর দেরি হলে আমরা বৃহৎ আকারে আন্দোলন শুরু করব। প্রয়োজনে রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে দেওয়া হবে।”

বিক্ষোভ শেষে ইউনিয়নের পক্ষ থেকে PHE দফতরের উচ্চ আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে অবিলম্বে বকেয়া পরিশোধের দাবি জানানো হয়। প্রতিশ্রুতি দেওয়া হলেও কর্মীরা জানিয়েছেন—
“লিখিত নির্দেশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত নয়।”

ghanty

Leave a comment