অতিথিদের উপস্থিতিতে নিউ আকাশ দীপ ক্লাবের গণেশ পূজা পেল আলাদা মাত্রা

unitel
single balaji

আসানসোল ।
আসানসোলের পদ্দ পুকুর সংলগ্ন নিউ আকাশ দীপ ক্লাবের উদ্যোগে এ বছর মহাধুমধামে আয়োজন করা হলো গণেশ পূজা। ভক্তি ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন দেখা গেল এই পুজো মণ্ডপে। সাদামাটা অথচ শোভন সজ্জায় সজ্জিত পুজো মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত চললো ভক্তদের আনাগোনা।

অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জী, গুরুদাস চ্যাটার্জী, উৎপল রায় ও অরুণ শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপতির আরাধনা করেন এবং সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখার বার্তা দেন।

ezgif 8791e0e750c845

মন্ত্রোচ্চারণ, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও আরতির আলোয় পুজো মণ্ডপে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভক্তরা পরিবার ও সমাজের কল্যাণ কামনায় আরাধনা করেন। শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা এবং ভক্তিমূলক সংগীত সন্ধ্যার আয়োজন পুজোকে আরও বর্ণময় করে তোলে।

নাগরিকদের মতে, নিউ আকাশ দীপ ক্লাবের গণেশ পূজা আসানসোলে প্রতিবছরই বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। এবারও পুজো প্রাঙ্গণে মানুষের ঢল এবং শান্তিপূর্ণ আবহে অনুষ্ঠানটি শহরের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন মাত্রা দিল।

ghanty

Leave a comment