আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে প্রতিষ্ঠাতা সচিন রায়ের জন্মদিনে সমাজসেবার মহোৎসব

unitel
single balaji

আসানসোল: সাধারণ জন্মদিন নয়, এ যেন এক সামাজিক মহোৎসব! আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক সচিন রায়ের জন্মদিন এ বছর পালিত হলো এক ভিন্ন আঙ্গিকে। শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে দিনভর চললো নানা সামাজিক কর্মসূচি, যা আসানসোলবাসীর কাছে রইলো এক স্মরণীয় দৃষ্টান্ত।

এই বিশেষ দিনে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়েছিলো রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক পরিবেশনা। শত শত মানুষ উৎসাহের সঙ্গে এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেন।

প্রোগ্রামের অন্যতম আকর্ষণ ছিল— স্কুলের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমকে এক লক্ষ টাকার অনুদান এবং আসানসোল প্রগতি সংস্থাকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারদের সাহায্যের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা। সমাজকল্যাণমূলক এই পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ, নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান সচিন রায়, মীতা রায় সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি।

নিজের জন্মদিনে সমাজসেবাকে বেছে নিয়ে আবেগঘন কণ্ঠে সচিন রায় বলেন—
“আমরা ভাগ্যবান যে সমাজসেবার কাজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। শিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগানোও আমাদের কর্তব্য।”

অনুষ্ঠানের শেষে স্কুল পরিচালনা পর্ষদ সমাজসেবা ও পরিবেশ রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার শপথ গ্রহণ করে

আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের এই অনন্য উদ্যোগ শুধু একটি জন্মদিন উদযাপন নয়, বরং আগামী প্রজন্মের কাছে সমাজসেবার এক উজ্জ্বল বার্তা পৌঁছে দিলো।

ghanty

Leave a comment