আসানসোল।
শিল্পাঞ্চল আসানসোল এখন শুধু শিক্ষা নয়, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষাতেও অনন্য নজির গড়ছে। সেই ধারাবাহিকতায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুল দুর্গাপুজোর বিশেষ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আয়োজন করল এক বর্ণাঢ্য ডান্ডিয়া নৃত্য মহোৎসব, যা এলাকায় সাংস্কৃতিক আমেজ ছড়িয়ে দিল।
এই মহোৎসবে সমাজসেবী ও ব্যবসায়ী সচিন রায় ও মিতা রায়-সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের সঙ্গে ডান্ডিয়া নৃত্যে অংশ নেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে উৎসবের আবহ আরও জমে ওঠে। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উৎসাহী অংশগ্রহণে অনুষ্ঠানটি এক সামগ্রিক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।
রঙিন ঐতিহ্যবাহী পোশাক, ডান্ডিয়ার ঝঙ্কার আর গরবার তালে মেতে ওঠে উপস্থিত জনতা। অনুষ্ঠানটিকে অনেকে ভারতীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
এদিনের ডান্ডিয়া নৃত্যে যাঁরা অসাধারণ পারফরম্যান্স করেছেন তাঁদের বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। স্কুল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভারতীয় ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
স্থানীয়রা জানান, নর্থ পয়েন্ট স্কুলের এই উদ্যোগ দুর্গোৎসবের সময় আসানসোলের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী বছরগুলোতেও এমন আয়োজনের প্রত্যাশা করছেন তাঁরা।











