আসানসোল:
আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ক্যাম্পাসে সোমবার অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও জাঁকজমকের সঙ্গে পালিত হলো বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার অনবদ্য প্রকাশ ঘটার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার অঙ্গীকার স্পষ্টভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। বিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সচিন্দ্র নাথ রায়, ডিরেক্টর মীতা রায় এবং প্রিন্সিপাল রাজীব শ’ একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ডঃ) উদয় বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তার সঙ্গে সাংস্কৃতিক ও নৈতিক শিক্ষার বিকাশও অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল যে নিরলসভাবে কাজ করে চলেছে, তা প্রশংসার যোগ্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি—
অরিজিৎ মণ্ডল (ইনস্পেক্টর অব স্কুলস, জামুড়িয়া সার্কেল–১),
ডঃ ফাল্গুনী মুখার্জি (প্রিন্সিপাল, বি.সি. কলেজ, আসানসোল),
ডঃ বিরু রজক (প্রফেসর, আসানসোল গার্লস কলেজ)
এবং অজয় কুমার খৈতান (কোর কমিটি মেম্বার, FOSBECCI)।
তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।
নার্সারি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা রঙারঙ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নৃত্য, সংগীত ও বিভিন্ন মঞ্চনাট্য দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রতিটি পরিবেশনায় ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত দক্ষতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
আনন্দঘন পরিবেশে বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠান ছাত্রছাত্রী, অভিভাবক ও অতিথিদের মনে স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন সকলেই। আবারও প্রমাণিত হলো—আসানসোল নর্থ পয়েন্ট স্কুল শিক্ষা ও সার্বিক বিকাশের পথে দৃঢ় প্রতিজ্ঞ।











