আসানসোলের নিঘা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে এক স্কুটিচালক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুবক রানিগঞ্জ থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?

নিঘা মোড়ে সড়কের দু’পাশে ডিভাইডার বসানো ছিল। স্কুটিচালক প্রথম ডিভাইডারটি পার হয়ে এগিয়ে যান, কিন্তু দ্বিতীয় ডিভাইডার পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। ঠিক তখনই পিছন থেকে দ্রুতগতিতে আসা এক লরি তাকে পিষে দেয়, যার ফলে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
লরি ফেলে পালালো চালক, তদন্তে পুলিশ

দুর্ঘটনার পর লরি চালক সটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে দ্রুত সাহায্য করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আহত যুবককে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে পাঠায়, বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
অপরাধীকে ধরতে তৎপর পুলিশ
ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং পলাতক লরি চালককে ধরতে তল্লাশি শুরু করেছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা!
এভাবে আসানসোল-রানিগঞ্জ রোডে দুর্ঘটনার সংখ্যা লাগামছাড়া হয়ে উঠছে। দ্রুতগতির গাড়িগুলি নিয়মের তোয়াক্কা না করেই চলাচল করছে, অথচ প্রশাসন কার্যত নীরব। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, কবে হবে উপযুক্ত পদক্ষেপ? নাকি মৃত্যুর মিছিল এভাবেই চলতে থাকবে?