আসানসোল:
টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবার রাস্তায় নামল আসানসোলের মোটর ভেহিকল ইনস্পেক্টর (MVI)। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কুলটির নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড পুলিশ এবং আসানসোল MVI দপ্তরের যৌথ অভিযানে নিয়ামতপুর মোড়ে ব্যাপক ধরপাকড় চালানো হয়।
এই অভিযানে নিয়ামতপুর মোড়ে চলাচলকারী সমস্ত টোটো চালকদের কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করা হয়। অভিযানে দেখা যায়, অধিকাংশ টোটোরই বৈধ রেজিস্ট্রেশন নেই। সেই সমস্ত চালকদের কড়া ভাষায় সতর্ক করে জানানো হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে ভবিষ্যতে MVI ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে টোটো আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চলাকালীন প্রায় ৬টি টোটো আটক করে নিয়ামতপুর ট্রাফিক ফাঁড়িতে জমা দেওয়া হয়েছে। এই অভিযানে টোটো চালকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আজকের অভিযানে উপস্থিত ছিলেন আসানসোলের MVI ইন্সপেক্টর সার্ভিক দাস, নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শিবনন্দন দুবেই সহ ট্রাফিক ও পুলিশ বিভাগের একাধিক আধিকারিক।
প্রশাসনের তরফে জানানো হয়েছে,
অবৈধ ও নথিহীন টোটোর কারণে একদিকে যেমন যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তেমনই বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। তাই আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
টোটো চালকদের উদ্দেশ্যে প্রশাসনের স্পষ্ট বার্তা—
রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় টোটো চালানো চলবে না।











