আসানসোল:
আসানসোলের অন্যতম ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ ক্লাব হাটন রোড কালীপুজো কমিটি তাদের ৫৬তম বর্ষে প্রবেশ করল জাঁকজমকপূর্ণ উদ্যাপনের মধ্য দিয়ে। সোমবার সকালে পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বছরের কালীপুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন।
এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র-পরিষদ সদস্য গুরদাস চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, কাউন্সিলর শিখা ঘটক, সমাজসেবী সাঁপা দা, প্রবীণ সাংবাদিক শতীশ চন্দ্র, এবং কালীপুজো আয়োজক বিমান শাহ, প্রবল বসু ও প্রশান্ত মিত্র।
আয়োজকরা সকল অতিথিকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যেখানে দরিদ্র ও অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
পুরো মণ্ডপটি মনোমুগ্ধকর আলোকসজ্জা ও নান্দনিক থিমে সজ্জিত করা হয়েছে। এই বছরের থিম রাখা হয়েছে — “আস্থা, ঐতিহ্য ও মানবসেবার মিলন”, যা স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে।
উদ্বোধনের পর থেকেই শত শত দর্শনার্থী ভিড় জমাতে শুরু করেছেন এই পুজো মণ্ডপে। ঢাকের বাদ্য, ধুনুচি নাচ আর ‘জয় মা কালী’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা হাতন রোড এলাকা।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, পুজোর দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির, ও ভোজনসেবা কর্মসূচি আয়োজন করা হবে। তাঁরা আরও জানান, ৫৬ বছর ধরে এই পুজো শুধু ধর্মীয় নয়, সামাজিক বন্ধনেরও প্রতীক হয়ে উঠেছে আসানসোলে।












