আসানসোল।
ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে উজ্জ্বল নামগুলির মধ্যে অন্যতম বীর ক্ষুদিরাম বসু। তাঁর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে বুধবার আসানসোল শহরজুড়ে ছড়িয়ে পড়ল দেশপ্রেমের আবেগ ও উৎসবের আবহ। আসানসোল পৌরনিগমের উদ্যোগে শহরের বিভিন্ন প্রতিমায় মাল্যদান, প্রদীপ প্রজ্বলন এবং দেশাত্মবোধক গান দিয়ে পালিত হয় এই ঐতিহাসিক দিন।
গুরদাস চট্টোপাধ্যায়ের আবেগঘন বক্তব্য
মেয়র পরিষদের সদস্য গুরদাস চট্টোপাধ্যায় বলেন—
“ক্ষুদিরাম শুধু একটি নাম নয়, এক যুগান্তকারী আদর্শ। ১৮ বছরের এক কিশোরের এমন অমোঘ সাহস আজও দেশের যুবসমাজকে আলো দেখায়।”
তিনি জানান, আগামী বছর থেকে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী আরও বড় আকারে পালনের পরিকল্পনা রয়েছে।
চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধক বার্তা

চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন—
“এই ত্যাগ, এই বীরত্ব, এই আত্মোৎসর্গ কোনওদিন ম্লান হবে না। ক্ষুদিরাম শুধু বাংলার নয়; তিনি সমগ্র ভারতের অনুপ্রেরণা।”
তিনি আরও ঘোষণা করেন যে পৌরনিগম শীঘ্রই ক্ষুদিরাম সম্পর্কিত একটি বিশেষ স্মৃতি প্রদর্শনী এবং স্কুল শিক্ষার্থীদের জন্য বিপ্লবীদের নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করবে।
শহরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
অনুষ্ঠানে শহরবাসী, ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও বহু গণমান্য ব্যক্তিত্ব অংশ নেন। শহরের বিভিন্ন মোড়ে “খুদিরাম বসু অমর রহে”, “বন্দে মাতরম” স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
অনেক জায়গায় শিশুদের মধ্যে পতাকা বিতরণ, দেশাত্মবোধক নৃত্য পরিবেশনা এবং মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে আঁকাআঁকির প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।












