আসানসোল ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসানসোল নগর নিগমের পক্ষ থেকে বৃহস্পতিবার এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়। রবীন্দ্র ভবনের সামনে অবস্থিত নজরুল মূর্তিতে মাল্যদান করে কবিকে স্মরণ করেন পুরনিগমের আধিকারিক এবং বিশিষ্টজনেরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরদাস চ্যাটার্জী, পুরনিগমের আইনি উপদেষ্টা রবিউল ইসলাম, ক্লার্কসহ একাধিক আধিকারিক। স্থানীয় কবি-সাহিত্যপ্রেমীরাও উপস্থিত থেকে বিদ্রোহী কবির স্মৃতিচারণ করেন।
গুরদাস চ্যাটার্জী এদিন বলেন— “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো। আসানসোল পুরনিগম এলাকায় স্থাপিত মহাপুরুষদের মূর্তিকে নিয়মিতভাবেই এভাবে সম্মান জানানো হয়।”
অনুষ্ঠানে কয়েকজন ছাত্র-ছাত্রী নজরুলের লেখা গান ও কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। নজরুলের লেখা “বিদ্রোহী” কবিতার কিছু অংশ উচ্চারণ করলে চারপাশের পরিবেশ গর্জে ওঠে দেশপ্রেমে।
উল্লেখ্য, কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কারণ তিনি কলম ও কণ্ঠের মাধ্যমে অন্যায়, শোষণ, সাম্প্রদায়িকতা এবং সামন্তবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়েছিলেন। তাঁর লেখা গান ও কবিতা আজও তরুণ সমাজকে জাগ্রত করে তুলছে।
আসানসোল নগর নিগমের এই উদ্যোগে আবারও প্রমাণিত হলো, মহাপুরুষদের স্মৃতি কেবল ইতিহাস নয়, তা সমাজকে পথ দেখানোর আলোকবর্তিকা।