আসানসোল:
বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোল পুরনিগমে ব্যাপক বিক্ষোভে শামিল হলেন সাফাইকর্মীরা। পুরনিগমের অধীনে কর্মরত সাফাইকর্মীরা পুরনিগম ভবনের ভেতরেই ধর্নায় বসেন, যার জেরে গোটা পুরনিগম চত্বরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় তাঁদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি। এই ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়।
বেতন বৃদ্ধি প্রধান দাবি
সাফাইকর্মীদের প্রধান দাবি, বর্তমানে তাঁদের মাসিক বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি তাঁরা নিয়মিতভাবে প্রভিডেন্ট ফান্ড (PF) জমা, চিকিৎসা সুবিধা ও অন্যান্য ন্যূনতম সুযোগ-সুবিধা দেওয়ার দাবিও জানান।
কর্মীদের আরও অভিযোগ, আগেও তাঁদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলির বাস্তবায়ন আজও হয়নি। দীর্ঘদিন ধরে বেতন ও সুযোগ-সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান।
পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
এই বিক্ষোভের জেরে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে শহরের দৈনন্দিন পরিষেবায় বড় প্রভাব পড়তে পারে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরনিগম চত্বরে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। তবে দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী সাফাইকর্মীরা।











