আসানসোল পুরনিগমে মেগা হেলথ ক্যাম্প, শতাধিক কর্মীর স্বাস্থ্য পরীক্ষা

single balaji

আসানসোল।
সোমবার আসানসোল পুরনিগম প্রাঙ্গণে পুরনিগমের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ হেলথ চেকআপ ক্যাম্প এবং বৃহৎ পরিসরে চোখের পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কর্মীদের ব্যস্ত সময়সূচির কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না হওয়ার সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র বিধান উপাধ্যায়

মেয়র বলেন—
“অনেক কর্মী সময়ের অভাবে সঠিক স্বাস্থ্যপরীক্ষা করাতে পারেন না। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা পুরনিগম প্রাঙ্গণেই তাদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্য ও চোখ পরীক্ষা পরিষেবা রেখেছি, যাতে প্রয়োজনীয় চিকিৎসা–পরামর্শ তারা সঙ্গে সঙ্গেই পেতে পারেন।”

ক্যাম্পে ব্লাড প্রেসার, সুগার, হার্ট রেট, BMI, ECG-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়। চোখের ক্যাম্পে কম্পিউটারাইজড ভিশন টেস্ট, পাওয়ার চেকিং, কর্নিয়া স্ক্যান এবং প্রাথমিক ক্যাটারাক্ট সনাক্তকরণও হয়।

পুর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, ভবিষ্যতে তিন মাস অন্তর এমন স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা চলছে।
অনেক কর্মী জানিয়েছেন, প্রথমবার তারা অফিস চত্বরে এত আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্য পরীক্ষা সুবিধা পেলেন।

ghanty

Leave a comment