আসানসোল সেন্ট্রাল মলে বেতন না পেয়ে হাউসকিপিং ও সিকিউরিটি কর্মীদের তীব্র বিক্ষোভ!

unitel
single balaji

আসানসোল (পশ্চিম বর্ধমান): বুধবার সকাল থেকেই আসানসোল সেন্ট্রাল মলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন হাউসকিপিং ও নিরাপত্তা বিভাগের কর্মীরা। বেতন নিয়মিত না পাওয়ার অভিযোগে তাঁরা মলের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

💸 মাসের পর মাস বেতন দেরি, চলছে চরম আর্থিক সঙ্কট!

হাউসকিপিং কর্মী রঞ্জিত মাল জানান, এই মলে প্রায় ৪০০ জন কর্মী হাউসকিপিং ও নিরাপত্তা বিভাগে কাজ করেন।
তিনি বলেন,

“আগের ম্যানেজমেন্ট সময়ে মাসের নির্দিষ্ট দিনে বেতন পেতাম। কিন্তু এখন এক থেকে দেড় মাস দেরিতে বেতন দিচ্ছে। সংসার চালানো অসম্ভব হয়ে উঠেছে।”

বিক্ষোভকারীরা দাবি জানান যে, প্রতি মাসে নির্দিষ্ট দিনে বেতন নিশ্চিত করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

  • বিশাল শপিং মল হওয়া সত্ত্বেও, শ্রমিকদের এই অবহেলা প্রশ্ন তুলছে ম্যানেজমেন্টের নৈতিকতা নিয়ে।
  • উৎসবের সময় কাছিয়ে আসছে, ফলে দেরি হলে আর্থিক সমস্যা আরও বেড়ে যেতে পারে।
ghanty

Leave a comment