আসানসোল, পশ্চিম বর্ধমান:
কোজাগরী লক্ষ্মীপূজার একদিন আগে আসানসোলের বাজারে উৎসবের রঙ থাকলেও টানা বৃষ্টিতে প্রতিমা ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। শহরের কোর্ট রোড, হাটতলা, বার্ণপুর রোড ও রেলপারসহ বিভিন্ন এলাকায় লক্ষ্মীর প্রতিমা বিক্রি হচ্ছে বটে, তবে ক্রেতাদের ভিড় প্রত্যাশার তুলনায় অনেকটাই কম।
কুমোরদের ক্ষতি, তবে দাম বাড়েনি
স্থানীয় প্রতিমা বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে ক্রেতা কম আসছে, ফলে বিক্রি মার খাচ্ছে। অনেক কুমোরই জানিয়েছেন, এ বছর প্রতিমার চাহিদা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। তার উপর বৃষ্টির জেরে অনেক মাটির প্রতিমা নষ্ট হয়ে গেছে। তবুও সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে দাম বাড়ানো হয়নি।
এক প্রতিমাশিল্পী আবেগপ্রবণ হয়ে বলেন—
“বৃষ্টিতে আমাদের অনেক প্রতিমা ভিজে নষ্ট হয়ে গেল। বড় ক্ষতির মুখে পড়েছি। তবুও দাম বাড়াইনি, যাতে সবাই সহজে প্রতিমা কিনে পূজা করতে পারেন।”
বাজারে পূজোর রঙ
প্রতিমার পাশাপাশি বাজারে ইতিমধ্যেই ফুল, মালা, ধূপকাঠি, প্রদীপ, কলস ও সাজসজ্জার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। যদিও বৃষ্টির কারণে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজও ব্যাহত হচ্ছে।
আশা শেষ মুহূর্তের ভিড়ে
দোকানদারদের আশা, শনিবার সকাল থেকে আবহাওয়া পরিষ্কার হলে ভিড় বাড়বে এবং বিক্রি ঘুরে দাঁড়াবে। স্থানীয়রা মনে করছেন—
“লক্ষ্মীপূজায় মা সমৃদ্ধি দেবেন, তাই বৃষ্টির কারণে উৎসবের আনন্দ থামবে না।”












