আসানসোল:
শনিবার সকালে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে জমি-বিতর্ককে কেন্দ্র করে ভয়াবহ গুলির ঘটনায় এলাকা কাঁপল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রহমানপাড়া এলাকার বাসিন্দা এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কুলটি বরো অফিসের কর্মী জावেদ রহমানকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুই দুষ্কৃতী।
সকালেই তাণ্ডব, মৃত্যু জাভেদের
সকাল প্রায় সাড়ে দশটার সময় অফিসে যাচ্ছিলেন জাভেদ। সেই সময় হেলমেট পরা দুই দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাভেদ। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জমি-বিতর্কেই প্রাণঘাতী হামলা!
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছিলেন জাভেদ। পুলিশ মনে করছে, সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এই খুন। তবে পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
CCTV ফুটেজে ধরা পড়ল দুষ্কৃতীদের কাণ্ড
ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী কীভাবে জাভেদের উপর গুলি চালায়। ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ ফুটেজ খতিয়ে দেখছে এবং গোটা এলাকায় নাকা চেকিং চালু করা হয়েছে।
এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া
জাভেদের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কর্পোরেশন অফিসেও নেমেছে শোকের ছায়া। সহকর্মীরা জানিয়েছেন, জাভেদ ছিলেন সবার প্রিয় ও পরিশ্রমী কর্মী। তাঁর অকাল মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না।