আসানসোল : শিল্পাঞ্চলে “সেফ ড্রাইভ-সেভ লাইফ” এর মতো মহৎ প্রচার অভিযানও রাস্তায় মৃত্যুর মিছিল থামাতে পারছে না। প্রতিদিনই দুর্ঘটনা আর মৃত্যুর খবর বাড়ছে। সর্বশেষ ঘটনাটি ঘটল আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড় জাতীয় সড়কে। সেখানে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা মারে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী রোমা তিওয়ারিকে। গুরুতর আহত রোমাকে স্থানীয়রা তড়িঘড়ি করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বারাবনি থানার অন্তর্গত দোমোহানি মাদনতোড় শিব মন্দির এলাকার বাসিন্দা রোমার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপকরা গভীর শোক প্রকাশ করেছেন। সহপাঠীরা জানিয়েছে, রোমা ছিলেন মেধাবী ও প্রাণবন্ত মেয়ে, যার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখযোগ্য যে, আসানসোলের কাল্লা মোড় ও কালীপাহাড়ি মোড়ে প্রায় নিয়মিতই দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশের মোতায়েন সত্ত্বেও দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। স্থানীয়দের দাবি, এসব দুর্ঘটনার পেছনে রয়েছে ট্রাক-ট্রেলারগুলির বেপরোয়া গতি, যথাযথ নজরদারির অভাব এবং অপ্রতুল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।
রোমার মৃত্যুর পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তি এবং কাল্লা মোড়ে স্থায়ী ট্রাফিক সিগন্যাল ও সিসিটিভি বসানোর দাবি জানিয়েছেন।












