আসানসোল-রানীগঞ্জ শিল্পাঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ সমাজসেবী ও সাংবাদিক সঞ্জীত মোদির বাবা কার্তিক মোদি আর নেই। রবিবার রাত সাড়ে নয়টায় কোয়ার্ডি এলাকার বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।
পরিবার সূত্রে জানা যায়, দেড় মাস আগে বাড়ির ভেতরে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড়ে গুরুতর চোট লাগে। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। বয়সের ভার হলেও, এর আগে তিনি নিজেই হাঁটাচলা করতেন, কারো সাহায্য লাগত না—জানিয়েছেন ছেলে সঞ্জীত মোদি।
গত দুই দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। খাবার-দাবার গ্রহণ বন্ধ করে দেন। শেষমেশ রবিবার রাতে তিনি প্রয়াত হন।
স্থানীয় সমাজের বহু মানুষ কার্তিক মোদিকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে দেখতেন। এলাকায় তাঁর সরল জীবনযাপন, মানবিকতা এবং মানুষের প্রতি অনুরাগ তাকে সকলের প্রিয়জন করে তুলেছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল সহ শিল্পাঞ্চলবাসীর হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার রাতেই কালা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারে এখন শোকের পরিবেশ, এবং পরিচিতজনরা একে একে এসে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।












