পশ্চিম বর্ধমান, আসানসোল:
দীর্ঘদিন পর ফের আসানসোলে গর্জে উঠল পরিচিত স্লোগান—“জল নাই তো ভোট নাই”। পানীয় জলের চরম সংকটকে কেন্দ্র করে মঙ্গলবার আসানসোলের জগৎডি গ্রাম (৫৮ নম্বর ওয়ার্ড) কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাঁদের বাড়িতে বৈধ পানীয় জলের কোনও সংযোগ নেই। বহুবার আবেদন জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়ে তাঁরা আশপাশের জল সরবরাহ লাইনের সঙ্গে অস্থায়ী ও অবৈধভাবে পাইপ জুড়ে জল সংগ্রহ করছিলেন।
কিন্তু মঙ্গলবার আচমকাই আসানসোল পুরনিগম ও পিডব্লিউডি দপ্তরের কয়েকজন কর্মী এলাকায় পৌঁছে সেই জল সংযোগের পাইপ কেটে দেন। এই ঘটনাতেই পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে।
ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং একযোগে ঘোষণা করেন—
👉 যতদিন না আইনসম্মতভাবে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা হচ্ছে, ততদিন ১১৯ নম্বর বুথে তাঁরা ভোট দেবেন না।
বিক্ষোভকারীদের বক্তব্য,
“জল কোনও অনুদান নয়, জল আমাদের মৌলিক অধিকার। প্রশাসন যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে ভোট দেওয়ার দায় আমাদের নেই।”
গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা ভোট বয়কটের পথেই হাঁটবেন। এই আন্দোলনের প্রভাব আসন্ন ভোটে পড়তে পারে বলেই মত রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, এই ওয়ার্ডের পৌরপিতা হলেন সঞ্জয় নুনিয়া। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে বলে জানা গেছে।











