নিজস্ব প্রতিবেদন: আসানসোল নগর নিগমের ওয়ার্ড ৪৭-এ চারটি স্থানে হাই মাস্ট লাইট বসানো হয়েছে। গতকাল এই লাইটগুলি পরীক্ষা করেন ওয়ার্ড কাউন্সিলর তথা ৪ নম্বর বরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি। তিনি জানান, মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্ধকার থেকে আলোর পথে: ওয়ার্ড ৪৭-এর মানুষের সুবিধা
রাজেশ তিওয়ারি বলেন, “এই এলাকাটি দীর্ঘদিন ধরেই অন্ধকারে ডুবে ছিল, কিন্তু এই হাই মাস্ট লাইটের মাধ্যমে এলাকাটি আলোকিত হবে। এতে এলাকার বাসিন্দাদের অনেক সুবিধা হবে।” এই হাই মাস্ট লাইটগুলি বসাতে প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকার খরচ হয়েছে। পুজোর পর মাননীয় মন্ত্রী নিজে এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাজেশ তিওয়ারি।
বাড়তি সুবিধা ও মানুষের সাড়া
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর ফলে রাত্রিবেলায় চলাচলের সুবিধা যেমন বাড়বে, তেমনই অপরাধমূলক কার্যকলাপও কমবে। এই ধরনের উদ্যোগ এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।