তেরঙ্গার রঙে রঙিন আসানসোল, পথজুড়ে দেশাত্মবোধের সুর

single balaji

স্বাধীনতা দিবসের একদিন আগে আসানসোলের আকাশ-বাতাস রঙিন হয়ে উঠল তেরঙ্গার রঙে। বিজেপি মণ্ডল-২, আসানসোল সংগঠনের উদ্যোগে সভাপতি সুদীপ চৌধুরীর নেতৃত্বে এক মহাতিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রাটি এস.বি. গোরাই রোড, রঙ্গনিয়া পাড়া থেকে শুরু হয়ে গোরাই রোড ধরে আশ্রম মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

যাত্রায় স্থানীয় নাগরিক, বিজেপি কর্মী এবং যুবসমাজের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হাতে তেরঙ্গা নিয়ে অংশগ্রহণকারীরা “ভারত মাতা কি জয়”, “বন্দে মাতরম” এবং “জয় হিন্দ” স্লোগানে আকাশ-মাটি মুখরিত করে তুলেছিলেন। ফলে গোটা এলাকা দেশপ্রেমের আবেগে ভরে ওঠে।

পথ চলায় বহু জায়গায় বাসিন্দারা পুষ্পবৃষ্টি করে যাত্রাকে স্বাগত জানান। শিশু থেকে প্রবীণ—সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নারীরাও সমানভাবে শামিল হয়ে এই অনুষ্ঠানকে এক সর্বজনীন উৎসবে পরিণত করেন।

যাত্রার শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং স্বাধীনতা সংগ্রামের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাপতি সুদীপ চৌধুরী বলেন,

“তেরঙ্গা আমাদের গৌরব, পরিচয় ও আত্মত্যাগের প্রতীক। এই যাত্রার উদ্দেশ্য হলো দেশজুড়ে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের যাত্রায় রেকর্ডসংখ্যক মানুষ অংশ নেন এবং আয়োজক কমিটির দাবি—আসানসোলে এটাই ছিল এযাবৎকালের সবচেয়ে বৃহৎ তেরঙ্গা যাত্রা।

ghanty

Leave a comment