আসানসোল: ঐতিহ্যবাহী আসানসোল গার্লস কলেজ তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করল। শনিবার সকালেই কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন করা হয়, যেখানে অংশ নেন কলেজের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা।
রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতি, প্লাটিনাম জয়ন্তীর শুভ সূচনা
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মণিকা সাহা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সারা বছর ধরে চলবে বিশেষ আয়োজন!
ড. মণিকা সাহা জানান,
“আমাদের কলেজ ৭৫ বছরে পদার্পণ করল, এটি অত্যন্ত গর্বের বিষয়। সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চাই।”
এছাড়াও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক বছরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতা, সমাজসেবামূলক কাজ সহ একাধিক কর্মসূচি।

ছাত্রীদের উচ্ছ্বাস, শহরজুড়ে উৎসবের আবহ
এই বিশেষ মুহূর্তে কলেজের ছাত্রীরা দারুণ উচ্ছ্বসিত। তারা জানায়,
“এই কলেজ আমাদের দ্বিতীয় বাড়ি। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
আসানসোলের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আসানসোল গার্লস কলেজ যুগ যুগ ধরে নারীশিক্ষার অগ্রদূত হিসেবে কাজ করে আসছে। প্লাটিনাম জয়ন্তীর এই উদযাপন কলেজের গৌরবময় ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সবাই।