আসানসোল গার্লস কলেজে গভর্নিং বডির বৈঠক সম্পন্ন, শিক্ষার মানোন্নয়নে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

single balaji

আসানসোল, শনিবার:
শনিবার আসানসোল গার্লস কলেজে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গভর্নিং বডির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মালয় ঘটক, কলেজের প্রিন্সিপাল ড. মনিকা শাহ, এবং অন্যান্য কলেজ প্রতিনিধি ও সদস্যরা।

বৈঠকে কলেজের শিক্ষাদান পদ্ধতির আরও আধুনিকীকরণ, নতুন যুগোপযোগী কোর্স চালু এবং ছাত্রীদের জন্য বেশি সুযোগ-সুবিধা প্রদান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ড. মনিকা শাহ জানান, কলেজ কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো ছাত্রীদের উচ্চমানের শিক্ষার পাশাপাশি আধুনিক পরিকাঠামো প্রদান করা।

এছাড়াও বৈঠকে উঠে আসে ছাত্রীদের ডিজিটাল লার্নিং সুবিধা, লাইব্রেরি আপগ্রেডেশন, ইনটার্নশিপ প্রোগ্রাম, এবং মেন্টাল হেল্থ কাউন্সেলিং চালুর মতো আধুনিক ও সময়োপযোগী পদক্ষেপ।

মন্ত্রী শ্রী মালয় ঘটক কলেজের কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “নারীশিক্ষার অগ্রগতি মানে সমাজের অগ্রগতি। সরকার সর্বদা পাশে থাকবে।”

ghanty

Leave a comment