আসানসোল | নিজস্ব প্রতিনিধি:
দিঘা ভ্রমণে বেরিয়ে চিরবিদায় নিলেন আসানসোলের চার বন্ধু। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর আসতেই কল্যাণপুর হাউসিং অঞ্চলে নেমে আসে শোকের ছায়া।
🌑 কারা ছিলেন নিহতরা?
নিহত চার যুবকের নাম—
- বিশ্বজিৎ মন্ডল
- হিমাদ্রিশেখর পাত্র
- কার্তিক লাহিড়ী
- অতনু গুহ
তাঁরা আসানসোলের কল্যাণপুর হাউসিং কলোনির সংলগ্ন একটি আবাসনে বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তাঁরা নিজেরাই একটি প্রাইভেট গাড়ি নিয়ে দিঘা বেড়াতে যাচ্ছিলেন, সেই সময় মাঝরাতে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
💥 কি ঘটেছিল সেই রাতে?
দুর্ঘটনার প্রভাব এতটাই ভয়ানক ছিল যে চারজনই ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে গাড়ির অতিরিক্ত গতি ও রাস্তার বাঁককে সম্ভাব্য কারণ হিসেবে ধরা হচ্ছে।
🕯️ পরিবারে শোক, এলাকায় নীরবতা
এই আকস্মিক মৃত্যু সংবাদে পুরো কল্যাণপুর হাউসিং অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা কেউই মেনে নিতে পারছেন না যে এই হাসিখুশি যুবকরা আর নেই। পরিবারগুলোর কান্নায় ভারি হয়ে উঠেছে আবাসনের বাতাস।