নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোলের রবীন্দ্র ভবনে সোমবার ‘জয় বাংলা সংবাদ’ সংস্থার উদ্যোগে ‘আসানসোল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে আসানসোলের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী সচিন রায়, এস এন মিশ্র, নরেশ আগরওয়াল, আসানসোল নগর নিগমের এমপিএইচসি গুরুদাস চ্যাটার্জি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সেই সমস্ত মানুষদের সম্মানিত করা যারা নিরবে সমাজের উন্নতিতে কাজ করে চলেছেন। অনুষ্ঠানটির বিষয়ে তথ্য প্রদান করতে গিয়ে ‘জয় বাংলা সংবাদের’ এডিটর ইন চিফ সান্তনু বলেন, “পেশাগতভাবে সাংবাদিকতায় এবং সমাজসেবায় যুক্ত অনেকেই তাদের কাজের স্বীকৃতি পাননি, তাই তাদের সংস্থা প্রথমে কলকাতা তে “বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড” এবং এখন আসানসোলে ‘আসানসোল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত করছেন যাতে সেই সব মানুষ গুলোকে সম্মান প্রদান করা যায়, যারা প্রতিনিয়ত সমাজের জন্য কাজ করে চলেছেন, আজ তাদের কঠোর পরিশ্রমের ধন্য়োবাদস্বরূপ এই স্বীকৃতি প্রদান করা হলো।”