পুলিশ দিবসে ভিন্ন মাত্রা: বৃক্ষরোপণ কর্মসূচি ও খেলাধুলায় উৎসাহ প্রদানে ফুটবল বিতরণ

single balaji

আসানসোল।
১লা সেপ্টেম্বর এক বিশেষ তাৎপর্যের দিন। কারণ ২০১১ সালের এই দিনে অবিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা থেকে পৃথক হয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আত্মপ্রকাশ ঘটে। সেই থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয় পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস হিসেবে।

এ বছরও দিনটি উদযাপিত হলো উৎসবমুখর পরিবেশে। কোক-ওভেন থানার প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাইনুল হক পুলিশকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর থানার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষার বার্তা দিতে পুলিশকর্মীরা হাতে গাছের চারা তুলে নিয়ে সবুজায়নের শপথ নেন।

এছাড়াও এলাকায় খেলাধুলার প্রসার ঘটাতে বহু স্থানীয় ক্লাবকে ফুটবল উপহার দেওয়া হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ দিবস উপলক্ষে মাইনুল হক বলেন –
“পুলিশ ও জনতার সম্পর্ক বিশ্বাস ও সহযোগিতার ওপর দাঁড়িয়ে। আজকের দিন সেই সম্পর্ককে আরও দৃঢ় করে। পুলিশ শুধু আইন-শৃঙ্খলা নয়, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণেও কাজ করে যাবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের অনুষ্ঠান শুধু পুলিশ-জনতার সম্পর্ক দৃঢ় করে না, বরং সমাজে একতা ও সম্প্রীতির নতুন বার্তা ছড়িয়ে দেয়।

ghanty

Leave a comment