আসানসোল: দুর্গোৎসবের আবহে এ বছর আসানসোলের কোটমোড় যেন অন্য রূপে মেতে উঠেছে। রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির উদ্যোগে এ বছর তাদের দুর্গাপুজোয় বিশেষ থিম রাখা হয়েছে— “রাজবাড়ির কন্যারা”। শৈল্পিক সজ্জা, রাজবাড়ির পরিবেশ আর নারীত্বের সৌন্দর্যকে কেন্দ্র করে তৈরি এই প্যান্ডেল ইতিমধ্যেই দর্শনার্থীদের হৃদয় জয় করেছে।
সন্ধ্যা নামতেই প্যান্ডেলের সামনে উপচে পড়া ভিড় দেখা যায়। হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন এই অনন্য রাজবাড়ির আবহ দেখতে। থিম-ভিত্তিক এই প্যান্ডেলের প্রতিটি কোণে সূক্ষ্ম কারুকাজ দর্শকদের মুগ্ধ করছে। ঝলমলে আলোকসজ্জা, রাজবাড়ির ঐতিহাসিক গাম্ভীর্য আর দেবী দুর্গার মহিমান্বিত প্রতিমা—সব মিলিয়ে যেন দর্শনার্থীরা ফিরে যাচ্ছেন অতীতের এক রাজকীয় যুগে।
স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অসংখ্য মানুষ এই শিল্পকর্ম উপভোগ করতে আসছেন। শিশু থেকে বৃদ্ধ, প্রত্যেকেই এই ভিন্ন মাত্রার পুজোয় নিজেদের হারিয়ে ফেলছেন। সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে এই অভিনব থিমের প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।
কেবল দর্শনীয় প্যান্ডেল নয়, সমিতির তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীতেরও আয়োজন করা হয়েছে। ফলে আসানসোলের এই প্যান্ডেল এখন পুজোপ্রেমীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু।
এই অভিনব প্রচেষ্টা নিঃসন্দেহে এ বছরের দুর্গাপুজোকে করে তুলেছে আরও বিশেষ এবং স্মরণীয়।










