আসানসোলের দুর্গাপুজো কমিটিগুলিকে সম্মাননা, রাজনীতির খেলায় বিস্ফোরক নরেন্দ্রনাথ

single balaji

আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরো এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটিকে বুধবার সম্মানিত করা হয়। প্রতিমা নির্মাণ, সাজসজ্জা, লাইটিং, ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতার মতো একাধিক ক্ষেত্রে মূল্যায়ন করে এই পুরস্কার প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ও পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান ড. দেবাশিস সরকার, একাধিক কাউন্সিলর এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি।

ড. দেবাশিস সরকার জানান, “এই উদ্যোগ আসলে দুর্গোৎসবকে আরও আনন্দমুখর ও উৎসাহব্যঞ্জক করার জন্য। পুরস্কার পেলে প্রতিটি কমিটির মধ্যে আরও বেশি উৎসাহ আসবে এবং উৎসবের আয়োজন আরও উন্নত হবে।”

অন্যদিকে, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র বোরো-৬-এ সীমাবদ্ধ না থেকে সমগ্র পুরনিগম এলাকায় হওয়া উচিত। আমি মেয়র বিধান উপাধ্যায়ের কাছে এই বিষয়ে অনুরোধ করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান ও সহায়তা দিয়ে আসছেন।”

এছাড়া দিল্লিতে দুর্গা প্রতিমার নীচে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসানোর বিতর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “দেবী দুর্গার পদতলে থাকে অসুর। ধর্মীয় উৎসবকে ভোটব্যাঙ্ক রাজনীতির সঙ্গে যুক্ত করা অনুচিত। ধর্ম আর রাজনীতিকে আলাদা রাখা উচিত।”

স্থানীয় বাসিন্দাদের মতে, এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আসলে আসানসোলের পুজো সংস্কৃতিকে নতুন মাত্রা দিল। তারা চান, আগামী দিনে সত্যিই সমগ্র পুরনিগম এলাকায় এই ধরনের সম্মাননা প্রদান হোক।

ghanty

Leave a comment