আসানসোল।
আসানসোল ও বর্ণপুরের দুর্গাপূজার আবহে এবারও জমে উঠতে চলেছে আসানসোল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ‘দুর্গাপূজা ২০২৫ পরিক্রমা’। এই পরিক্রমার মাধ্যমে নির্বাচিত সেরা দুর্গাপূজা কমিটিগুলিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হবে।
প্রেস কনফারেন্সে চেম্বারের কর্তা সচিন রায় ও বিনোদ গুপ্তা জানান, আগের বছরের মতো এ বছরও ‘দুর্গাপূজা অ্যাওয়ার্ড’ চালু থাকবে। পুজো কমিটিগুলিকে তাদের সামাজিক অবদান, পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা ও আয়োজনে শৃঙ্খলার ভিত্তিতে সম্মান জানানো হবে।
পুরস্কারের জন্য তৈরি করা হয়েছে তিনটি প্রধান বিভাগ—
- ₹৫ লক্ষ টাকার কম বাজেটের পুজো কমিটি
- ₹৫ লক্ষ টাকার বেশি বাজেটের পুজো কমিটি
- মহিলাদের দ্বারা আয়োজিত পুজো কমিটি (বিশেষ বিভাগ)
চেম্বার সূত্রে খবর, ইতিমধ্যেই বহু পুজো কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ষষ্ঠীর দিন শুরু হবে এই পরিক্রমা, আর সপ্তমীর দিন বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
চেম্বারের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, এ বার পুজোতে ‘সবুজ পুজো প্যান্ডেল’, ‘সেরা সামাজিক উদ্যোগ’, ‘সেরা সজ্জা’ ও ‘সেরা সাংস্কৃতিক পরিবেশনা’— এই ধরনের নতুন বিভাগও রাখা যেতে পারে। এর মাধ্যমে শুধু পুজোর জাঁকজমক বাড়ানোই নয়, শহরকে পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখার জন্যও কমিটিগুলিকে উৎসাহ দেওয়া হবে।
শেষে আয়োজকদের বক্তব্য—
“আমাদের শুভেচ্ছা, আসানসোলের দুর্গাপূজা আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে সম্পন্ন হোক।”











