নিজস্ব সংবাদদাতা, আসানসোল: ফের অপরাধের চেষ্টা আসানসোল পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডে। বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল পার্কের বাসিন্দা সানিয়া প্রসাদ নামে এক মেয়ে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক একটি বাইকে এসে, একজন বাইক থামিয়ে তার হাত থেকে পার্স ছিনিয়ে নেয়।
এর পর তারা পালানোর চেষ্টা করলে, মেয়েটি চিৎকার করতে শুরু করে। স্থানীয় লোকজন এই ঘটনা জানতে পেরে, বাইক আরোহীদের ধাওয়া করে। বাইক আরোহীরা একটি গলিতে ঢুকে পড়ে, কিন্তু তাড়াহুড়োয় তারা পড়ে যায়। একজন বাইক নিয়ে পালাতে সক্ষম হলেও, অন্যজন নিজের জীবন বাঁচাতে স্থানীয় একটি পুকুরে লুকানোর চেষ্টা করে। তবে, এক স্থানীয় যুবক তাকে পুকুর থেকে টেনে বের করে। প্রায় ১ ঘণ্টা পর তাকে পুকুর থেকে বের করা হয়।
সন্ধ্যায় এমন ঘটনার জন্য ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায়, এলাকার মানুষজন আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, আজকের ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হলেও, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে ১ ঘণ্টা সময় নিয়েছে।