দোকানের শাটার ভেঙে ঢুকে পড়ল দ্রুতগামী ৪০৭ লরি, আতঙ্কে ছুটল মানুষ

single balaji

আসানসোল। শনিবার দুপুরে শহরের ব্যস্ততম কোর্টমোড় এলাকায় চোখের সামনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি লরি ৪০৭ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তা ছেড়ে একটি দোকানে ঢুকে পড়ে। এত জোরে ধাক্কা লাগে যে দোকানের শাটার এবং ভেতরের পণ্যসামগ্রী একেবারে ভেঙেচুরে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায় এবং আশপাশের মানুষজন প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি হঠাৎ করেই বেপরোয়া হয়ে পড়ে। সৌভাগ্যবশত ওই সময় দোকানে বেশি লোকজন ছিল না, নইলে প্রাণহানি আরও বড় হতে পারত। সূত্রে জানা গিয়েছে, কয়েকজন সামান্য আহত হয়েছেন, যাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে আসানসোল পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত লরি আটক করে। যানজট স্বাভাবিক করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের একাংশ জানিয়েছে, আপাতত দু’দিকই খতিয়ে দেখা হচ্ছে—চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি।

স্থানীয়দের অভিযোগ, কোর্টমোড় এলাকায় ভারী গাড়ির অতিরিক্ত চলাচল নিয়মিত দুর্ঘটনার কারণ হয়ে উঠছে। তাঁদের দাবি, প্রশাসন যেন জরুরি ভিত্তিতে বিকল্প রাস্তা, সিসিটিভি নজরদারি, ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে।

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। বহু মানুষ দুর্ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন এবং দ্রুত ট্রাফিক ব্যবস্থার দাবি তুলছেন।

ghanty

Leave a comment