City Today News

monika, grorius, rishi

কৃষ্ণেন্দুর ‘এক প্রহরী’ অ্যাপ নিয়ে তৃণমূলের সমালোচনা, আসানসোলে তীব্র উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা, আসানসোল : সোমবার, রক্ষাবন্ধন উপলক্ষে আসানসোলের বিজেপি রাজ্যস্তরের নেতা কৃষ্ণেন্দু মুখার্জি মহিলাদের সুরক্ষা এবং অধিকার রক্ষার জন্য ‘এক প্রহরী’ নামে একটি অ্যাপ চালু করলেন। এছাড়াও, দুটি হেল্পলাইন নম্বর (৯১৪৪৪৯৯৯০৮, ৯১৪৪৪৯৯৯০৯) উন্মোচিত হয়।

তবে মঙ্গলবার তৃণমূলের শক্তিশালী নেতা শিবদাসন কটাক্ষ করে বলেন, “ওর কাছে কে যাবে? যাকে দেখতেই মানুষ ভয় পায়, সে নিরাপত্তা দেবে?” তিনি আরও বলেন, “কৃষ্ণেন্দুকে বলুন, যারা মানুষের সাথে সংযুক্ত, তারা মানুষের কাছে যাবে। এমন সস্তা রাজনীতি দিয়ে কিছুই হয় না।” এর সাথে সাথেই রাজনৈতিক মহলে বাকযুদ্ধ শুরু হয়।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment