আসানসোল:
আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর এলাকার সুকান্ত পল্লিতে শনিবার ভোরে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটতে ঘটতে রক্ষা পেল। বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহের জন্য এলপিজি সিলিন্ডার নিয়ে যাওয়া একটি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়, যার ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখেই চারদিক জুড়ে হইচই শুরু হয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কোনওরকম দেরি না করে স্থানীয় বাসিন্দারাই ঝুঁকি নিয়ে একে একে গাড়ি থেকে এলপিজি সিলিন্ডারগুলি নামিয়ে ফেলেন। সময়মতো সিলিন্ডার সরিয়ে নেওয়ায় কোনও বিস্ফোরণ ঘটেনি এবং বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়দের তৎপরতা ও সাহসিকতার ফলেই অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা ও ভয়ের পরিবেশ তৈরি হলেও স্বস্তির বিষয়, কোনও হতাহতের খবর নেই।
খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে জানানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, কয়েক মিনিট দেরি হলেই একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল। এই ঘটনা আবারও এলপিজি পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরল।











