AI ও অটোমেশনের যুগে ভবিষ্যৎ গড়ার ডাক, আসানসোলে ফসবেকির সচেতনতা সেমিনার

single balaji

আসানসোল:
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশনের প্রভাব সম্পর্কে ছাত্রসমাজকে সচেতন করতে আসানসোল ক্লাব লিমিটেডে এক গুরুত্বপূর্ণ “AI ও অটোমেশন বিষয়ক সচেতনতা সেমিনার” অনুষ্ঠিত হল। এই সেমিনারের আয়োজন করে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FOSBECCI)। অনুষ্ঠানে শিক্ষা, আধ্যাত্মিকতা, প্রশাসন এবং শিল্প জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. উদয় বন্দ্যোপাধ্যায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আসানসোলের সভাপতি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ এবং আড্ডা (ADDA)-র চেয়ারম্যান শ্রী কবি দত্ত

16c28ab6 cc19 4fc6 a130 29bc540bf13a

প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের অভিজ্ঞ বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন TCS (UK ও USA)-এর হেড অফ টেকনোলজি শ্রী সুদীপ নাগ বিশ্বাস, কগনিজেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর শ্রী সুশান্ত কর এবং পশ্চিমবঙ্গ সরকারের ফ্যাক্টরি ইন্সপেক্টর শ্রী অনিমেষ পরমানিক। বক্তারা AI, অটোমেশন, ইন্ডাস্ট্রি ৪.০ এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই উপলক্ষে ফসবেকির সভাপতি শ্রী সচিন রায় AI ও প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, কম্পিউটার যুগের সূচনালগ্নে যেমন মানুষের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল, ঠিক তেমনই আজ AI নিয়েও অনেকে শঙ্কিত। কিন্তু বাস্তবে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন নতুন সুযোগ ও কর্মসংস্থান তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, এখন AI-এর যুগ, এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সকলকেই এই প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে স্থানীয় ব্যবসাও আন্তর্জাতিক স্তরে বিস্তার লাভ করতে পারে। AI কোনো হুমকি নয়, বরং এটি উন্নয়নের এক বড় হাতিয়ার।

এই সেমিনারটি ২২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফসবেকির চেয়ারম্যান শ্রী সুভাষ সি. আগরওয়াল, মানদ সচিব শ্রী সন্দীপ ঝুনঝুনওয়ালা, সেমিনার চেয়ারম্যান শ্রী নিখিলেশ উপাধ্যায় এবং সেমিনার কো-চেয়ারম্যান শ্রী প্রবীর সরকার
এই সেমিনার শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে সচেতন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য আত্মনির্ভর ও প্রস্তুত হওয়ার বার্তা দিল।

ghanty

Leave a comment