নিজস্ব সংবাদদাতা : আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের তালপুকুরিয়া এলাকার বাসিন্দারা শুক্রবার মেয়রের অফিসের সামনে এসে ধর্নায় বসেন। তাদের দাবি, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, যতক্ষণ না জল আসে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রতিবাদকারীদের প্রধান বক্তব্য হলো “মেয়র আমাদের খাওয়াবেন, মেয়র আমাদের জল দেবেন। আমরা মেয়রের কাছে অনুরোধ করছি যেন তিনি দ্রুত আমাদের সমস্যার সমাধান করেন।”
এই ইস্যুতে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমনা খাতুনও সেখানে উপস্থিত হন এবং প্রতিবাদকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে কাউন্সিলর জানান, “এটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা ইতিমধ্যেই এখানে একটি ডেপুটেশন নিয়ে এসেছি, তবুও এই তৃণমূলের লোকেরা এসে অশান্তি করছে।”
তিনি আরও জানান, মেয়র সাহেব এখন এখানে নেই, তিনি আসার পরেই আমরা ডেপুটেশন দেব।
এই ঘটনাটি আসানসোলের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। জল সরবরাহের সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।