• nagaland state lotteries dear

মেমারীতে গ্রেপ্তার মিঠু শেখ: ডাকাতি পরিকল্পনা বানচাল করল পুলিশ

পূর্ব বর্ধমানের মেমারীতে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় ধরা পড়লো এক দূষ্কৃতী। ধৃত মিঠু শেখ (৩৫), দেওয়ানদিঘী থানা এলাকার নেরা-গোয়ালার বাসিন্দা, তার কাছ থেকে একটি ওয়ান-শটার বন্দুক ও একটি গুলি উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মেমারী-মালম্বা রোডের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালানোর পর তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু শেখ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই সে মালম্বা রাস্তায় উপস্থিত ছিল। উল্লেখযোগ্যভাবে, তার বিরুদ্ধে মেমারী ও মন্তেশ্বর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এমনকি, পূর্বেও মাদক মামলায় গ্রেফতার হয়েছিল সে।

শনিবার পুলিশ তাকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পেশ করেছে।

পুলিশের বার্তা ও নিরাপত্তা জোরদার

পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তারি ডাকাতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযানের গুরুত্বপূর্ণ অগ্রগতি। স্থানীয় মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও নজরদারি চালাবে।

সংযোজনীয় তথ্য

পুলিশ জানিয়েছে, ধৃতের পূর্ব অপরাধের নথি অনুযায়ী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মানুষদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে পুলিশ জানিয়েছে যে, সন্দেহজনক কোনও কার্যকলাপ দেখলেই তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় জানান।

ghanty

Leave a comment