City Today News

monika, grorius, rishi

বাঁকুড়ায় নতুন যুগের সূচনা: Ankur Distilleries-এর মহা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : আজ, ৩১ আগস্ট ২০২৪, বাঁকুড়া জেলার কালিদাসপুরে অত্যাধুনিক Ankur Distilleries Private Limited-এর মহা উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই কারখানার মালিক, বিশিষ্ট শিল্পপতি শ্রী মহেন্দ্র শর্মা, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাঁর বিশেষ অতিথিদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক। এছাড়াও, আসানসোলের সাংসদ মাননীয় শ্রী শত্রুঘ্ন সিনহা, বাঁকুড়ার সাংসদ মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী, বাঁকুড়া রেঞ্জের আইজিপি শ্রী শিশরাম ঝাঞ্জারিয়া, আইপিএস, বাঁকুড়া জেলার জেলাশাসক শ্রী সিয়াদ এন, বাঁকুড়ার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, মেজিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, এবং অর্ধগ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি চাঁপা সাহা মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Ankur Distilleries Private Limited এবং Ankur Biochem এর মালিক শ্রী মহেন্দ্র শর্মা জানিয়েছেন, “আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৬ কোটি লিটার মাদক পানীয়ের প্রয়োজন হয়, যেখানে আমাদের কারখানা, Ankur Distilleries, ১৮ কোটি লিটার মাদক পানীয় উৎপাদন করবে। এইভাবে, আমরা রাজ্যের প্রয়োজনের এক তৃতীয়াংশ পূরণ করতে সক্ষম হবো। একটি কারখানার নির্মাণ শুধুমাত্র সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত মানুষের উপকার করে না, বরং চারপাশের এলাকায় উন্নয়নের সুযোগ তৈরি করে এবং ছোট ও কুটির শিল্পের মানুষও এর সুফল পান।”

এই কারখানা শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের মদ উৎপাদনে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতির বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং সরাসরি ও পরোক্ষভাবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment