নিজস্ব সংবাদদাতা, অন্ডাল : রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম কৃষ্ণ বর্ণওয়াল (৬০)। তিনি অন্ডাল থানার খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের মোইরা এলাকার বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনাটি রবিবার সকাল বেলা শঙ্করপুর রেলগেটের কাছে ঘটেছে।
স্থানীয় বাসিন্দা কাজল সেন জানান, “বৃদ্ধটি ট্রেনের ধাক্কায় মারা গেছেন যখন তিনি রেললাইন পার হচ্ছিলেন। তিনি ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন এবং দুই দিক না দেখে ট্রেনের ধাক্কায় মারা যান।”
রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।