জাতীয় সড়কের ধাবায় মদের আড্ডা ঘিরে রক্তাক্ত সংঘর্ষ, অন্ডালে চাঞ্চল্য

single balaji

অন্ডাল: অন্ডাল মোড় থেকে কাজোড়া যাওয়ার জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা একাধিক হোটেল ও ধাবাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, এসব ধাবার আড়ালে অবৈধভাবে মদের কারবার ও মধুচক্র চালানো হচ্ছে। খদ্দের টানাকে কেন্দ্র করে পাশাপাশি ধাবাগুলির মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা দ্বন্দ্ব চলছিল। অবশেষে সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসে রক্তক্ষয়ী রূপ নিল।

ঘটনার সূত্রপাত শনিবার। দেবরাজ নামে এক ধাবা মালিক অভিযোগ করেন, পাশের একটি ধাবার মালিক ও তার লোকজন তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। দেবরাজের দাবি, পাশের ধাবায় প্রকাশ্যে মদের আসর ও অনৈতিক কার্যকলাপ চলছিল। তিনি এর প্রতিবাদ করায় তাঁর উপর হামলা চালানো হয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে পাল্টা হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ধাবায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই ধাবার এক কর্মী জানান, রাত অনেকটা নাগাদ প্রায় ১২ জন দুষ্কৃতী আচমকা ধাবায় ঢুকে পড়ে। তারা মালিকের নাম ধরে খোঁজ করতে থাকে। মালিক ধাবায় না থাকায় ক্ষুব্ধ হয়ে ভাঙচুর শুরু করে।

কর্মীর অভিযোগ, খাবারদাবার নষ্ট করা হয়, চেয়ার-টেবিল উল্টে দেওয়া হয়। এমনকি তাঁকে লক্ষ্য করে কড়াইয়ে থাকা তেল ছুড়ে মারা হয়। তবে সৌভাগ্যবশত তেল ঠান্ডা থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, অন্ডাল থানার ঢিলছোড়া দূরত্বেই জাতীয় সড়কের পাশে একের পর এক ধাবায় অনৈতিক কাজের অভিযোগ উঠলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। হামলা, ভাঙচুর এবং অবৈধ কারবারের অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশি তৎপরতা চোখে পড়েনি বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে একাধিকবার থানার আধিকারিকের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরা হয়নি। ফলে ঘটনার তদন্ত আদৌ কতটা এগোচ্ছে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ghanty

Leave a comment