City Today News

অন্ডালের অপহৃত নাবালিকা উদ্ধার, কানপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত!

অন্ডাল: ১৩ বছর বয়সী এক নাবালিকা, যাকে চলতি মাসের ৯ তারিখে অন্ডাল মোর সংলগ্ন উত্তর রোড এলাকা থেকে অপহরণ করা হয়েছিল, অবশেষে উত্তরপ্রদেশের কানপুর থেকে উদ্ধার হয়েছে। অভিযুক্ত আফসর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নাবালিকার অপহরণ কাণ্ড নিয়ে বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায় অন্ডাল থানার চত্বরে।

অপহরণের রহস্য

নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়ের নিখোঁজের দিনই পাশের বাড়ির দুই ভাড়াটে যুবকও উধাও হয়ে যায়। সন্দেহবশত পরিবার বিষয়টি থানায় জানায়। কিন্তু সাত দিনেও কোনো অগ্রগতি না হওয়ায়, ১৬ তারিখ বিজেপির নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি মেনে পুলিশ তালা ভেঙে সন্দেহভাজন যুবকদের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে মদের বোতল উদ্ধার হয় বলে পুলিশ জানায়।

কানপুর অভিযান ও অভিযুক্তের গ্রেপ্তার

গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ কানপুরে অভিযান চালায়। সেখান থেকেই অপহৃত নাবালিকাকে উদ্ধার এবং আফসর শেখকে গ্রেপ্তার করা হয়।

থানার সামনে বিজেপির বিক্ষোভ

অপহরণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি কর্মীরা থানার সামনে ধর্না দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভের কারণে থানার চত্বরে উত্তেজনা চরমে ওঠে।

আইনি প্রক্রিয়া শুরু

বৃহস্পতিবার অভিযুক্ত আফসর শেখকে দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। বিচারকের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment