“জয় ভীম” ধ্বনিতে মুখরিত কুলতি, বিধায়ক দিলেন সামাজিক ন্যায়ের বার্তা

single balaji

আসানসোল, কুলতি: সোমবার, আসানসোল সাংগঠনিক জেলার কুলতি মণ্ডল-১-এর পক্ষ থেকে ভারতের সংবিধান রচয়িতা ও সমাজ সংস্কারক ডঃ ভীমরাও রামজি আম্বেদকর-এর জন্মজয়ন্তী গভীর শ্রদ্ধা ও উচ্ছ্বাসের সঙ্গে পালন করা হয়।
এই বিশেষ অনুষ্ঠান হাসপাতাল মোড়শীতলপুর এলাকায় আয়োজন করা হয়, যেখানে স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিমায় পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণে মহামানবের অবদান

ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের প্রতিমায় পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর জীবনদর্শন, চিন্তাভাবনা এবং ভারতীয় সংবিধান গঠনে অবদানের কথা স্মরণ করা হয়।

ambedkar jayanti celebrated in kulti2

ডঃ অজয় পোদ্দারের বার্তা – “বাবাসাহেবের পথই আমাদের জাতির ভবিষ্যৎ”

এই অনুষ্ঠানে কুলতির বিধায়ক ডঃ অজয় পোদ্দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন:

আম্বেদকর শুধু সংবিধান রচয়িতা নন, তিনি ছিলেন ভারতের শ্রেষ্ঠ সমাজ সংস্কারকদের একজন। তাঁর দেখানো পথেই আমরা একটি সাম্যবাদী ও ন্যায়ের সমাজ গঠন করতে পারি।”

তিনি সমাজে জাতপাত ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে অম্বেডকরের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার অনুরোধ করেন।

শিশুদের বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত

অনুষ্ঠানে শিশুদের বক্তৃতা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আম্বেদকর বিষয়ক গান, কবিতা এবং নাট্যাংশ পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। এ যেন এক যুগান্তকারী মানুষকে স্মরণ করে প্রেরণার জোয়ার!

ghanty

Leave a comment